মাটির ভারবহন ক্ষমতা বা বিয়ারিং ক্যাপাসিটি কি? (Bearing capacity of soil)


* মাটির ভারবহন ক্ষমতা বা বিয়ারিং  ক্যাপাসিটি কি? (Bearing capacity of soil)
* ইঞ্জিনিয়ারিং স্থাপনা নির্মাণকার্য বাস্তবায়িত করতে প্রথমত মাটির ভারবহন ক্ষমতা বা বিয়ারিং ক্যাপাসিটি জানতে হয়। কারণ এটার উপর নির্ভর করে একটি বিল্ডিং বা দালান এর কাঠামোর মাটি কতটুকু ভার সহ্য করার ক্ষমতা আছে। এটি প্রাথমিকভাবে মাটির ধরন এর শিয়ার শক্তি এবং এর ঘনত্বের উপর নির্ভর করে। এটি যত গভীরে প্রতিষ্ঠিত হবে, ভারবহন ক্ষমতা তত বেশি হবে।
অর্থাৎ সাব-সয়েলের ব্যর্থতা ব্যতিরকে প্রতি একক ক্ষেত্রফলের উপর মাটি যে পরিমাণ ভার বহন করতে পারে তাকে মাটির ভারবহন ক্ষমতা (Bearing capacity of soil) বলে। ভারবহন ক্ষমতা মাটির কণার বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল।
 
* ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য ব্যবহৃত প্রচলিত পদ্ধতিগুলোর নাম নিম্নরুপঃ
১। প্লেট লোড পরীক্ষা (Plate Load Test)
২। আদর্শ পেনিট্রেশন পরীক্ষা (Standard Penetration Test)
 
বিভিন্ন ধরণের মাটির বিয়ারিং ক্যাপাসিটি বা ভারবহন ক্ষমতা বিভিন্ন রকম। সয়েল টেষ্ট করে এই ক্ষমতা পাওয়া যায়। বাড়ি নির্মাণের জন্য ফাউন্ডেশনের জন্য এটা অনেক গুরুত্বপুর্ণ।
বিভিন্ন তথ্য থেকে সাধারণভাবে মাটির ভারবহন ক্ষমতার তথ্য নিচে দেয়া হলঃ
 
* পাথর- ১২ টন/বর্গফুট অথবা ১২৯০ নিউটন / বর্গমিটার
* অত্যন্ত ঘন স্যান্ডি গ্রাভেল- ১০ টন/বর্গফুট অথবা ১০৭৫ নিউটন/বর্গমিটার।
* পাতলা গ্রাভেল, বালিকাময় গ্রাভেল, জমাট বালি, পাথুরে বালি- ৬৬৪৫ নিউটন/বর্গমিটার।
* শক্ত, শুকনা, ঘন কাদা- ৫৫৩৭ নিউটন/বর্গমিটার।
* মধ্যম সাইজের বালি অথবা ঘন ছোট বালি- ৪৪৩০ নিউটন/বর্গমিটার।
* লুজ মাটি- ২২১৫ নিউটন/বর্গমিটার।
 
                                     চিত্র: মাটির বিয়ারিং ক্যাপাসিটি জানার জন্য নমুনা মাটি।
 


 
 
Previous Post Next Post
atOptions = { 'key' : 'ff715ba50c059c742bfea5af35b4aa55', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} };