তুমি আসবে বলে ...

 তুমি আসবে বলে ...
           -- রাজ্জাক শাহ্ 
 
দিবসের প্রারম্ভে প্রাত সকালে
দিবা-নিশিতে কত ফুল ফোটে
তুমি আসবে বলে, 
আজও দক্ষিণা পবন  বহে
বসন্তের আকাশে,
শ্রাবণের অঝর বরষায়
ঝরঝর প্লাবন আসে
কিংবা শীতের প্রাত-বিকেলে
মিষ্টি রোদের দুষ্টুমিতে 
তাও আসে শুধুই
তুমি আসবে বলে।
এখনও হৃদয় চেয়ে থাকে 
তোমার পরশের খোঁজে
স্বপ্ন দেখি, তাও
তুমি আসবে বলে।
ভালবাসতে পারি
তুমি আসবে বলে।
আজও পাশের আসনটি শূণ্য থাকে,
তুমি আসবে বলে
মনের গহীনে কত কথা
জমে থাকে, তোমায় বলবো বলে
শুধু তুমি আসবে বলে।
ভালই যদি বাসো এ হৃদয়কে
তবে চলে এসো প্রিয়া
তোমার প্রতীক্ষায় চেয়ে থাকি
এ হৃদয়ের শূণ্যস্থান পূরণে
আমায় ভালবাসবে বলে, 
তোমায় যতনে প্রেমে রাখবো বলে
শুধুই তুমি আসবে বলে।
-----------*-----------
তাং- ১৫ নভেম্বর, ২০১৭ইং।


Previous Post Next Post
atOptions = { 'key' : 'ff715ba50c059c742bfea5af35b4aa55', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} };