স্লাম্প টেস্ট কি? ইঞ্জিনিয়ারিং সিভিল বিভাগে ইহা কেন ও কিভাবে করা হয়?

 

* স্লাম টেস্ট কি?
* সহজ কথায় বলতে গেলে প্রকৌশল নির্মাণে কংক্রিট মিশ্রণের কার্যোপযোগীতা যাচাই করার জন্য যে পরীক্ষা করা হয়, তাকে কংক্রিটের স্লাম্প টেস্ট বা নতি পরীক্ষা বলা হয়। 
অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কাজে সঠিক উপায়ে বাস্তবায়িত করতে কংক্রিটের ঘনত্ব বা Consistency এবং কংক্রিট নির্মাণ কাজে কতটুকু কাজ করতে সক্ষম বা work ability  এ সকল বিষয়গুলি বোঝার জন্য যে পরীক্ষা করা হয় সেটাই হচ্ছে স্লাম্প বা নতি পরীক্ষা। 

* ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল সিভিল বিভাগে ইহা কেন ও কিভাবে করা হয়? 
* সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্লাম্প টেস্ট  করার জন্য  ফাষ্ট্রাম আকৃতির কোণক ব্যবহার করা হয়। যার উপরের ব্যাস ১০ সে.মি. এবং তলার ব্যাস ২০ সে.মি. এবং উচ্চতা ৩০ সে.মি.। কোণকটিকে একটি মসৃন স্টীলের প্লেটের উপর স্থাপন করে তিন স্তরে কংক্রিট ভর্তি করিয়া প্রতি স্তরে ৫/৮ ব্যাসের রড দ্বারা ২৫ বার আঘাত করা হয়। এরপর কোণের হাতল দুইটিকে ধরে আস্তে তুলে লওয়া হয়। কোণটিকে তুলে লওয়ার পর কংক্রিটের উচ্চতার কিছুটা পতন ঘটে। এই পতনের পরিমাণই হলো স্লাম্প।
 

 
* ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনুমোদনযোগ্য স্লাম্পঃ
1. R.C.C Foundation Slump: 50mm to 120mm
2. Plain Footing Slump: 25mm to 100 mm
3. Slab, Beam & Column Slump: 77mm to 150mm
4. Pavement Slump: 50mm to 70mm 
 
 
 


 
 

Previous Post Next Post
atOptions = { 'key' : 'ff715ba50c059c742bfea5af35b4aa55', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} };