তোমার প্রণয়ে

 "তোমার প্রণয়ে"
    -- রাজ্জাক শাহ্

তোমার প্রণয়ে আমি এক প্রেমিক
তোমার দর্শনে আমি এক কবি, 
তোমার প্রতীক্ষায় আমি এক
খরা বুকে নদীর বহমান স্রোতধারা, 
তোমার ঐ মুক্তঝরা হাসিতে আমি
মরুর বুকে স্নিগ্ধ শীতল ছায়া।
তোমার ঐ অপরুপ কাজল আঁখিতে 
আমি এক অবুঝ প্রণয়ের পরশ।
তোমার ঐ শান্ত হিয়ার মাঝে
আমি এক আকাশ তৃপ্তির ছোঁয়া।
তোমার ঐ প্রতীক্ষার প্রহরে 
আমি এক পবিত্র প্রণয়ের আলিঙ্গন।
তোমার ঐ খোপার বাঁধনে 
আমি বর্ষার ঐ ঝরঝর বৃষ্টির মুখরতা।
প্রিয়া জানে এ মন, তুমি আমায় ভালবাসো
তাই শত বাধা উপেক্ষা করে, 
তুমি এ প্রণয়ে ছুটে চলে আসো 
তোমায় প্রণয়ে, আমার অকৃত্রিম ভালবাসায়।
 

 



Previous Post Next Post
atOptions = { 'key' : 'ff715ba50c059c742bfea5af35b4aa55', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} };