বিজয়

 
"বিজয়"
-- রাজ্জাক শাহ্
 
‌বিজয় মা‌নে চিরস্মরনীয়
বাংলার অ‌র্জিত বীর‌ত্বের ই‌তিহাস,
‌বিজয় মা‌নে ১৬ ই ডি‌সেম্ব‌রের
ঐ‌তিহা‌সিক জ‌য়ের মহা আনন্দ-উল্লাস।
‌বিজয় মা‌নে জ‌য়ের অন্তরা‌লে থাকা
‌ত্রিশ লক্ষ শহী‌দের রক্তাক্ত বাংলা,
‌কি দু:সহ কষ্ট-‌বেদনাদায়ক স্মৃ‌তি আর-
অসংখ্য মা-‌বো‌নের ‌মে‌নে না নেয়া সম্ভ্রমহা‌নি!
‌বিজয় মা‌নে অন্যা‌য়ের কা‌ছে,
ন্যা‌য়ের কখনও মাথা নত না করা।
‌বিজয় মা‌নে ক্ষমতার স‌ঠিক ব্যবহার
‌বিজয় মা‌নে আনন্দ-খুশির মহাসমাহার।
‌বিজয় মা‌নে এক সাগর র‌ক্তের বি‌নিময় পাওয়া
জ‌য়ের স‌ঠিক মর্ম উপল‌ব্দি করা,
‌বিজয় মা‌নে অ‌বিরাম শুধুই এ‌গি‌য়ে চলা।
‌বিজয় মা‌নে গ‌র্জে উঠা বা‌ঘের হুংকা‌রে
আবার আমার সোনার বাংলা।
‌বিজয় মা‌নে শহী‌দের আত্মত্যা‌গের প্র‌তি,
ভালবাসা আর ফু‌লেল শ্রদ্ধা।
‌বিজয় মা‌নে জ‌য়ের উল্লা‌সে মা‌তোয়ার‌া হ‌য়ে
ফুল আর ভালবাসার গাঁথা মালা ।
 

 
Previous Post Next Post
atOptions = { 'key' : 'ff715ba50c059c742bfea5af35b4aa55', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} };