কংক্রিট কি? কংক্রিট কত প্রকার ও কি কি এবং এদের উপাদান ও ব্যবহার কি? হানিকম্ব কি?

* কংক্রিট কি?
* ইঞ্জিনিয়ারিং নির্মাণ কাজে ব্যাপক ভাবে কংক্রিট ব্যবহার করা হয়। কংক্রিট এক ধরনের কৃত্রিম পাথর। নির্দিষ্ট অনুপাতে সিমেন্ট, বালি, খোয়া, পাথর ও পানি মিশ্রিত করে রাসায়নিক বিক্রিয়ায় জমাট বাধিয়ে যে শক্ত কৃত্রিম পাথর  তৈরী করা হয় তাকে কংক্রিট বলা হয়।

* কংক্রিট কত প্রকার ও কি কি?
* কংক্রিট চার প্রকার । যথাঃ-
ক) লাইম কংক্রিট (Lime Concrete)
খ) সিমেন্ট কংক্রিট (Cement Concrete)
গ) আর. সি. সি কংক্রিট (Reinforced Cement Concrete)
ঘ) প্রি-স্ট্রেসড কংক্রিট (Pre-stressed Concrete) 
 
* এদের উপাদান ও ব্যবহারঃ
ক) লাইম কংক্রিট (Lime Concrete)
উপাদান- চুন, সুরকি, খোয়া, পানি।
ব্যবহার- সাধারনত জল ছাদে ব্যবহার হয়ে থাকে।
খ) সিমেন্ট কংক্রিট (Cement Concrete)
উপাদান- সিমেন্ট, বালি, পানি।
ব্যবহার- এটি সাধারণত ব্লক, মেঝে, রিটেইনিং ওয়াল ও ইত্যাদি কাজে ব্যবহার হয় থাকে।

                                                   চিত্র: মিশ্রিত কংক্রিট।
                                                চিত্র: জমাট বাধার পর কংক্রিট।

গ) আর.সি.সি কংক্রিট (Reinforced Cement Concrete)
উপাদান- সিমেন্ট, বালি, খোয়া, মাইল্ড স্টিল, রড, পানি।
ব্যবহার- বীম, কলাম, স্ল্যাব, সানশেড, রেলিং, ড্রপ ওয়াল, সিঁড়ি, পানির ট্যাংক ইত্যাদি কাজে ব্যবহার হয়ে থাকে।
ঘ)  প্রি-স্ট্রেসড কংক্রিট (Pre-stressed Concrete)
উপাদান- সিমেন্ট, বালি, খোয়া, হাই টেন্সাইল স্টিল,পানি।
ব্যবহার-  বীম, কলাম, স্ল্যাব, ব্রীজ, ইত্যাদি কাজে ব্যবহার হয়ে থাকে।
 
* হানিকম্ব কি?
* যখন নির্মাণকার্যে কংক্রিট মিশ্রণ করা হয় তখন সেখানে পানির পরিমাণ কম হলে কংক্রিটের ভিতরে কোন না কোন ভাবে ফাঁকা রয়ে যায়, একে হানিকম্ব বলে। এর কারণে কংক্রিটের শক্তি কমে যায়। 
 
                                                 চিত্র: হানিকম্ব।
Previous Post Next Post
atOptions = { 'key' : 'ff715ba50c059c742bfea5af35b4aa55', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} };